

বর্তমানে মেয়েদের বেশ বড় একটা দুশ্চিন্তার বিষয় হচ্ছে চোখের নিচে কালোদাগ বা ডার্ক সার্কেল (Dark Circle) এবং বিভিন্ন কারণে চোখের তলায় এই কালোদাগ পড়ে। কম ঘুম হওয়া, অতিরিক্ত মানসিক প্রেশার, শারীরিক সমস্যা ছাড়াও জিনগত সমস্যার জন্যও অনেকের চোখে ডার্ক সার্কেল দেখা দেয় আর এর ফলে চেহারায় ক্লান্তির ছাপ দেখা যায়। চোখের কোন কুঁচকে যাওয়া, চোখ ফোলা এসবই কিন্তু জানান দেয় বয়স বৃদ্ধির।
তবে চোখের নীচের যে স্কিন আছে তা পাতলা আর সেনসিটিভ, তাই চোখের জন্য বিশেষ যত্নের পাশাপাশি বিশ্রামেরও প্রয়োজন অনেক। যদি কেউ নিয়মিত কাজল পরে আর সেই কাজল যদি ঠিক করে না উঠানো হয় তাহলে কিন্তু চোখের নীচে কালোদাগ পড়তে বাধ্য।
তবে আশার কথা হলো এই কালো দাগ সহজেই রিমুভ করা যায় আর এর জন্যই বিশেষ প্রয়োজন আন্ডার আই ক্রিম (Under Eye Cream)। প্রতিদিন সঠিক পদ্ধতি মেনে এই ক্রিম লাগাতে হবে, কারণ ময়েশ্চারাইজার কিংবা মেকআপ দিয়ে সব সমস্যার সমাধান করা সম্ভব হবে না।
আজকের আর্টিকেলটিতে কথা বলবো আন্ডার আই ক্রিম, ডার্ক সার্কেল দূর করায় কতোটা কার্যকরী এবং কিছু ভালো ব্র্যান্ডের আন্ডার আই ক্রিম সম্পর্কে।
আন্ডার আই ক্রিম কি?
আন্ডার আই ক্রিম বানানো হয়েছে চোখের আশপাশের সুক্ষ স্কিনের জন্য যার জন্য এই ক্রিম অনেক ঘন হয়। আই ক্রিমে লোশনের চেয়ে অনেক বেশি পরিমাণ অয়েল থাকে আর এছাড়াও অনেক একটিভ উপাদান থাকে যার মুল লক্ষ্য হচ্ছে চোখের আশপাশের সমস্যা দূর করা।
চোখের আশপাশের স্কিন অনেক ভঙ্গুর, ড্রাই হয়ে যায় এবং চেহারায় দেখা যায় বয়স আর ক্লান্তির চিহ্ন। চোখের মুভমেন্ট বা স্কুইন্টিং এর ফলে চোখে তাড়াতাড়ি দাগ বা লাইন, রিঙ্কেলস দেখা যায় যার ফলে চোখের স্কিন ফুলে যা আর কালোদাগ পড়ে। এইসকল সমস্যার সমাধান করতে পারে আন্ডার আই ক্রিম।


আন্ডার আই ক্রিমের উপকারিতা
- ময়েশ্চারাইজারের মতই আন্ডার আই ক্রিমগুলোতে স্কিন-রিস্টোরিং আর রিপ্লেনিসিং উপাদান থাকে যা চোখের স্কিনকে হাইড্রেট করে, ফোলাভাব আর কালোদাগ দূর করে এবং অতিবেগুনী রশ্মি আর অন্যান্য পরিবেশগত সমস্যা থেকে রক্ষা করে।
- অনেক আন্ডার আই ক্রিমগুলোতে অ্যান্টি-এজিং উপাদান থাকে যা চোখের স্কিন থেকে দাগ, লাইন আর রিঙ্কেলস কমিয়ে আনে।
- আন্ডার আই ক্রিম চোখের স্কিনকে পরিপুষ্ট করে আর নিস্তেজতা দূর করে।
- চোখের স্কিনকে প্রাণবন্ত করে।
সঠিক আর কার্যকরী আন্ডার আই ক্রিম
ভালো কোরিয়ান ব্র্যান্ডের কয়েকটি আন্ডার আই ক্রিম হচ্ছেঃ






লেখক: তানভীর