অয়েল ফ্রি ও ক্লিয়ার স্কিন পান “অ্যাকটিভেটেড চারকোল BHA পোর ক্লে বাবল মাস্ক” এর মাধ্যমে

 অ্যাকটিভেটেড চারকোল (Activated Charcoal)” স্কিনকেয়ারের কাজে ব্যবহৃত হচ্ছে অনেকদিন ধরেই আর এই উপাদানটির কিছু দারুণ উপকারিতা আছে স্কিনের জন্য, যা অনেকেই জানি না।

অ্যাকটিভেটেড চারকোল অয়েলি (Oily) এবং কম্বিনেশন স্কিন (Combination Skin) এর পরিচর্যার জন্য অনেক কার্যকরি একটি উপাদান কারণ, এই উপাদানটি স্কিনের ডিপ বা গভীর লেয়ার থেকে সেবাম (Sebum), ডার্ট (Dirt), ইমপিওরিটিস (Impurities) বের করে নিয়ে আসে। অয়েল ফ্রি ও ক্লিয়ার স্কিন পেতে অ্যাকটিভেটেড চারকোল (Activated Charcoal), বি-এইচ-এ (BHA) এবং কাওলিন (Kaolin) সমৃদ্ধ একটি বাবল মাস্ক (Bubble Mask) সম্পর্কে লিখবো আজকের আর্টিকেলটিতে বিশেষ করে যারা বাজেট ফ্রেন্ডলি অপশন খুঁজছেন, তাদের জন্য এই আর্টিকেলটি হেল্পফুল হবে।

স্কিনের জন্য অ্যাকটিভেটেড চারকোলের উপকারিতা

কয়লার মাধ্যমে রূপচর্চা কিভাবে সম্ভব?

স্কিনকেয়ারে এই ইনগ্রেডিয়েন্টটি দেখে অনেকেই হয়ত অবাক হন এবং হওয়াটাই স্বাভাবিক কিন্তু কিছু ইনফরমেশন জানলে বুঝতে পারবেন যে কেন কয়লা বা চারকোল (Charcoal) ইনগ্রেডিয়েন্টটি স্কিনকেয়ারে অনেক কার্যকর। প্রোডাক্টটি সম্পর্কে জানার আগে ত্বকের যত্নে অ্যাকটিভেটেড চারকোল কিভাবে উপকার করে তা জেনে নেই।

  • ইমপিওরিটিস (Impurities), পল্যুশন (Pollution), টক্সিন (Toxin) আর মেকআপ পার্টিকেলস (Makeup Particles) দূর করে।
  • বেশি ‘অ্যাবজর্বশন ক্যাপাবিলিটি (Absorption Capability)’ হওয়ার ফলে গভীর লেয়ার থেকে স্কিনকে ডিটক্সিফাই (Detoxify) ও পিউরিফাই (Purify) করে থাকে।
  • পোরস (Pores) দূর করে আর এনলার্জড পোরস (Enlarged Pores) কমিয়ে আনে ।
  • অয়েলি স্কিনের এক্সেস সেবাম (Excess Sebum) বা তেলতেলেভাব দূর করে।

আশা করি এখন বুঝতে পেরেছেন যে বিভিন্ন স্কিনকেয়ার প্রোডাক্টে ইনগ্রেডিয়েন্ট হিসাবে অ্যাকটিভেটেড চারকোল কেন থাকে। বেশিরভাগ সময় ক্লেনজার, সাবান, ফেইস ওয়াশ এবং ফেইস মাস্কে এই উপাদানটি দেখা যায়।

অয়েল ফ্রি আর ক্লিয়ার স্কিন পাওয়ার রহস্য

আজ এমন একটি প্রোডাক্ট সম্পর্কে বলবো যেটাতে মেইন ইনগ্রেডিয়েন্ট হিসাবে আছে অ্যাকটিভেটেড চারকোল (Activated Charcoal), বি-এইচ-এ (BHA) এবং কাওলিন (Kaolin)। SOME BY MI – Charcoal BHA Pore Clay Bubble Mask হচ্ছে সেই প্রোডাক্ট।

SOME BY MI – Charcoal BHA Pore Clay Bubble Mask

প্রোডাক্ট কিনার আগে আমাদের ব্র্যান্ড (Brand) ও ইনগ্রেডিয়েন্ট (Ingredient) সম্পর্কে খেয়াল রাখতে হবে এবং খুব ভালোভাবে জেনে নেওয়া উচিৎ।

সাম বাই মি (SOME BY MI) একটি কোরিয়ান কসমেটিক ব্র্যান্ড যারা ন্যাচারাল বিউটিতে বিশ্বাস করে। এই ব্র্যান্ডটির নাম কোরিয়ান শব্দ মি (Mi) থেকে নিয়েছে যার অর্থ হচ্ছে “বিউটি” আর সাম বাই মি (SOME BY MI) তাদের উৎপাদনের কাজ কোরিয়াতে করে এবং কোরিয়া ও অন্যান্য দেশে তাদের প্রোডাক্ট বিক্রি করে। ‘অরগানিক’, ‘পিওর’ ও ‘ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টযুক্ত’ প্রোডাক্টের জন্য এই ব্র্যান্ডটি অলরেডি পপুলার। বাজেটের মধ্যে বেস্ট কোয়ালিটি নিশ্চিত করে তাই স্টূডেন্টদের জন্য এই ব্র্যান্ডটি একটি ভালো অপশন।

এর বিশেষত্ব কী?

  • এতে রয়েছে ০.৫% বি-এইচ-এ (BHA), ৩% চারকোল এক্সট্র্যাক্ট (Charcoal Extract) আর ৫% কাওলিন (Kaolin) যা পোর দূর করে আর স্কিনের টোন আর টেক্সচার ভালো করে।
  • এর ফর্মুলায় তাদের স্পেশাল ইনগ্রেডিয়েন্ট ট্রসিকা (Truecica) আছে যা স্কিনে প্রশান্তি আনে।
  • কার্বনেটেড ওয়াটার (Carbonated Water) যা স্কিনকে সতেজ করবে।

টেক্সচার এবং স্মেল

এই ব্লাক মাস্কটির টেক্সচার অনেক তরল আর এটি কম সময়ের মধ্যেই বাবলি ফোম হয়ে যায়, এর জন্য এই মাস্কটি অনেক দ্রুত ব্যবহার করা যায়।এছাড়াও, এর মধ্যে আর্টিফিশিয়াল ফ্রেগ্রান্স (artificial fragrance) থাকা সত্ত্বেও স্মেল খুবই অল্প।

প্যাকেজিং

এটি পুরোপুরি প্লাস্টিক বোতলে ঢাকা আর উপরে রয়েছে পাম্প হেড (Pump Head) যা লক করা যায়। এর প্যাকেজিংটি কালো থিমের যা এটির ‘কয়লা’ থিমের সাথে মিলে যায় এবং দেখতে খুব সুন্দর।

ব্যবহার করবেন যেভাবে

  • প্রথমে আপনার ড্রাই স্কিনে যথাযথ পরিমানে মাস্ক অ্যাপ্লাই করুন।
  • যখন আপনি ফিল করবেন যে বাবল উঠছে, এভাবে রেখে দিন ৩-৫ মিনিট আর ধীরে ধীরে অল্প পরিমাণ পানি দিয়ে স্কিন মাসাজ করুন।
  • হালকা গরম পানি দিয়ে স্কিন ধুয়ে ফেলুন।

এটি যাদের জন্য স্যুইটেবল

  • যাদের স্কিন টাইপ অয়েলি কম্বিনেশন (Oily Combination) এবং এক্সেস সিবাম (Excess Sebum)।
  • যারা নন-ইরিটেটিং এক্সফলিয়েশন কেয়ার আর পোর পরিষ্কার করতে চান।
  • যারা সিবাম, অনেক সময় ধরে মাস্ক পরার ফলে যে ব্ল্যাকহেড হয় তা নিয়ে যদি চিন্তিত হন।
  • যারা এক সাথে অনেকগুলো সমস্যার সমাধান করতে চান।
  • যারা একই সাথে ব্রাইট বা উজ্জ্বল স্কিন টোন এবং পোর কেয়ার চান।

লেখক: তানভীর

Leave a Reply