সাস্থ্য উজ্জ্বল ত্বক পাবেন KLAIRS Freshly Juiced Vitamin Drop এর মাধ্যমে!

ত্বকের জেল্লা (Skin Glow) সবার চোখে পড়ুক, এটা অনেকেরই ইচ্ছে আর এই ইচ্ছে হওয়া অস্বাভাবিক কিছু নয়। অনেকেই চায় যে, ত্বকের জেল্লা এমন হোক যেন সবাই প্রশংসা করে। তবে সেরকম ত্বক পাওয়ার জন্য একটু হলেও পরিশ্রম করতে হবে আপনাকে। যদি আপনি বর্তমান বিউটি ওয়ার্ল্ডের ট্রেন্ডের দিকে লক্ষ্য করেন, তবে দেখবেন যে স্কিন কেয়ার রুটিনে ভিটামিন সি (Vitamin C) যোগ করার পরামর্শ অনেক স্কিন বিশেষজ্ঞরাই দিয়ে থাকেন। আর এজন্য বর্তমানে অনেকেই ভিটামিন সি ফেস সিরাম স্কিন কেয়ারে ব্যবহার করে।

চলুন জেনে নেই স্কিন কেয়ারে ভিটামিন সি এবং এর গুরুত্ব আর সাথে জেনে নিবো একটি নামকরা ভিটামিন সি ফেস সিরাম সম্পর্কে।

স্কিন কেয়ারে ভিটামিন সি

ভিটামিন সি বৈজ্ঞানিক প্রমাণিত আর ডারমাটলজিস্টদের পছন্দের একটি উপাদান যা স্কিন এজিং কমিয়ে দিবে, ত্বককে রোদের হাত থেকে রক্ষা করবে আর স্কিন থেকে রিঙ্কেলস, একনে এবং ডার্ক স্পট দূর করতে সাহায্য করবে। ভিটামিন সি হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট (Antioxidant), যার মানে এটি ক্ষতিকারক জিনিস যা বহিরাগত সুত্র (যেমন: দুষিত বায়ু) কিংবা দেহর ভিতর (যেমন: মেটাবলিসম) থেকে আসে সেগুলো থেকে ত্বককে সুস্থ রাখে আর এটি ব্যবহারের ফলে পুরো স্কিনের অনেক ইম্রপুভমেন্ট হয়।

ভিটামিন সি এর উপকারিতা

ত্বকে ভিটামিন সি এর অনেক উপকারিতা রয়েছে। যেমন:

  • সব স্কিন টাইপের জন্য এটি নিরাপদ
  • স্কিনে হাইড্রেশন দিয়ে থাকে
  • স্কিনকে উজ্জ্বল করে
  • স্কিন থেকে লালচে ভাব কমায়
  • হাইপারপিগমেন্টেশন কমায়
  • কোলাজেন (Collagen) বৃদ্ধি করে
  • স্কিনের দুর্বলতা কমায়
  • ত্বককে রোদের হাত থেকে রক্ষা করতে পারে
  • ত্বকের ক্ষত বা দাগ ভালো করবে

এখন আপনাদের জানাবো একটি নামকরা ভিটামিন সি ফেস সিরাম সম্পর্কে যার নাম KLAIRS Freshly Juiced Vitamin Drop.

KLAIRS Freshly Juiced Vitamin Drop হচ্ছে একটি হাইপোঅ্যালার্জেনিক (Hypoallergenic) ভিটামিন সি সিরাম যা বানানো হয়েছে পিওর ভিটামিন সি দিয়ে আর এই ভিটামিন সি ডেড স্কিন সেল দূর করে, স্কিন টোন ঠিক করে এবং পোর দূর করে। রাতে এটি ব্যবহার করলে সকালে আপনি উজ্জ্বল এবং পরিষ্কার ত্বক পাবেন। এই সিরামে ভিটামিন সি এর পরিমান ৫% এবং এটি সেনসিটিভ স্কিনের জন্য অনেক কার্যকরী।

এর মুল উপাদান

  • ভিটামিন সি (৫% অ্যাসকরবিক এসিড): স্কিনকে বহিরাগত দূষণ থেকে রক্ষা করে আর ডার্ক স্পটগুলোকে উজ্জ্বল করে।
  • সেন্টেলা এশিয়াটিকা এক্সট্রাক্ট (Centella Asiatica Extract): এটি স্কিনের ইরিটেশন (irritation) আর ব্রেকআউট (breakout) থামায়।
  • ইয়ুজু এক্সট্রাক্ট (Yuzu Extract): এটি একটি জাপানিজ সিট্রাস ফল যা ভিটামিন সি তে ভরপুর এবং এর দ্বারা স্কিনের ইমুনিটি (immunity) বাড়ে আর কোন ধরনের ক্ষতি থেকে স্কিনকে রক্ষা করে।

এর বিশেষত্ব কী?

  • এই হাইপোঅ্যালার্জেনিক (Hypoallergenic) ভিটামিন সি সিরাম অনেক জেনটাল যার জন্য এটি সেনসিটিভ স্কিনে কোন ইরিটেশন ছাড়া ব্যবহার করা যায়।
  • স্কিন টোন ঠিক করে, পোর দূর করে আর স্কিনকে উজ্জ্বল করে।
  • এই সিরামে ৫% ভিটামিন সি আছে এবং গবেষণা থেকে জানা গেছে যে ১% থেকে ২০% ভিটামিন সি অনেক কার্যকরী।
  • ভিটামিন সি এর মাধ্যমে স্কিন শক্তি এবং সতেজতা পায়।

ব্যবহার করবেন যেভাবে

  • ক্লেনজার ব্যবহারের পর স্কিনে টোনার (Toner) দিয়ে প্রিপেয়ার করুন।
  • তারপর স্কিনে ৩-৪ ড্রপ ভিটামিন অ্যাপ্লাই করুন আর আলতো করে স্প্রেড করুন।
  • এরপর ফেস আস্তে আস্তে প্যাট করুন যাতে স্কিন পুরোপুরি শোষণ করতে পারে।

লেখক: তানভীর

Leave a Reply