

বর্তমানে অনেকেই সারাদিন কাজের শেষে বা রাত পর্যন্ত বিয়ের অনুষ্ঠান, পার্টি থেকে বাসায় ফিরে মেকআপ উঠানো বা পরিষ্কার করা অনেকের জন্যই একটি ক্লান্তিকর বিষয়।
বিষয়টি ক্লান্তিকর হলেও এই কাজটি কিন্তু আপনার ত্বককে ভালো রাখবে। রাতে ঘুমানোর আগে এই কাজটি যদি আপনি না করতে চান, তাহলে সৌন্দর্যের জন্য যাই করুন কিন্তু ভালো ফলাফল পাবেন না।
এই আর্টিকেলে কথা বলবো রাতে ঘুমের আগে মেকআপ পরিষ্কার করার গুরুত্ব কতটুকু।
ঘুমানোর আগে মেকআপ পরিষ্কার করার উপকারিতা
রাতে ঘুমানোর আগে ভালোভাবে মেকআপ পরিষ্কার করে ঘুমাচ্ছেন মানে ত্বককে খারাপ হওয়ার হাত থেকে রক্ষা করছেন।
চলুন যেনে নেই রাতে ঘুমের আগে মেকআপ পরিষ্কার করার উপকারিতা।


ব্রণ হওয়ার থেকে রক্ষা করে: ত্বকে ব্রণ দেখার সাথে সাথে অনেকেই স্বাভাবিকভাবে আঁতকে উঠেন আর এর জন্য দোষ দেওয়া হয় ব্যবহার করা নামীদামী সব মেকআপ প্রোডাক্টকে। অথচ অনেকেই ভেবে দেখেন না যে, রাতে ঘুমানোর আগে মেকআপ ঠিকভাবে পরিষ্কার করেছে কিনা। সমস্যাটা আসলে মেকআপ সামগ্রীতে নয়, বরং রাতে ঘুমানোর আগে ঠিকভাবে মেকআপ ক্লিন না করার ফলে এই ব্রণের সমস্যা হয়। ব্রণ থেকে স্কিনকে দূরে রাখতে স্কিন পরিষ্কার রাখা সবচেয়ে জরুরি।
স্কিন প্রোপারলি ক্লিন ও অক্সিজেনেটেড থাকে: মেকআপ তোলা মানে হচ্ছে স্কিনকে প্রোপারলি ক্লিন ও অক্সিজেনেটেড রাখা। মুখ ভালো ভাবে পরিষ্কার না করলে সেলুলার অক্সিজেনেশন (ত্বকে অক্সিজেন প্রবেশ) প্রসেস বাধাগ্রস্ত হবে। হয়তো খালি চোখে দেখে ব্যাপারটি ভালোভাবে বোঝা যাবে না কিন্তু স্কিনের ক্ষতি ধীরে ধীরে হতে থাকবে। তাই রাতে ঘুমের আগে মেকআপ পরিষ্কার করা মানে আপনি সঠিকভাবে নিজের যত্ন নিচ্ছেন।
ত্বকের উজ্জ্বলতা বাড়ায়: ত্বক থেকে মেকআপ তুলে ফেলা মানে ত্বকে সঠিকভাবে অক্সিজেন আর নিউট্রিশন প্রবেশ করার পদ্ধতি সহজ করে দেওয়া আর এর সাথে ত্বকের উজ্জ্বলতাও বাড়ে। মেকআপ নিয়মিত পরিষ্কার না করলে আপনি লক্ষ্য করবেন যে ত্বক ডাল আর ডিহাইড্রেটেড দেখাচ্ছে।
স্কিন অ্যালার্জি থেকে রক্ষা করে: মেকআপের বিভিন্ন উপাদান স্কিনে দীর্ঘ সময় ধরে ত্বকে লেগে থাকলে ত্বকে অ্যালার্জির সমস্যা হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ঘুমাতে যাওয়ার আগে মেকআপ রিমভ করে ঘুমালে ত্বকে ডার্মাটাইটিস বা একজিমার মতো সমস্যা হওয়া থেকে দূরে রাখবে।
রিংকেল পড়ার সম্ভাবনা কমে: ঘুমের আগে মেকআপ না তুললে ত্বকের ইলাস্টিসিটি কমতে থাকে আর এর ফলে সেল রিজেনারেট ক্ষমতা কমতে থাকে। আর অল্প সময়ের মধ্যে দেখা দেয় রিংকেলস। এই সমস্যা এড়াতে চাইলে ঘুমানোর আগে মেকআপ খুব ভালোভাবে তুলে ফেলতে হবে।


ঠোঁটের কোমলতা বৃদ্ধি পায়: ঠোঁট কোমল আর হাইড্রেটেড রাখতে বাড়তি যত্ন নিতে হবে। যদি লিপস্টিক রিমুভ না করা হয় তাহলে: ঠোঁটের ময়েশ্চার হারিয়ে যায়, শুষ্ক হয়ে যায়, দেখে মনে হবে চামড়া উঠে যাচ্ছে। রাতে ঘুমানোর আগে যখনই আপনি লিপস্টিক তুলে ঘুমাবেন, তার মানে হচ্ছে ঠোঁটের আদ্রতা এবং কোমল বজায় রাখতে সাহায্য করছেন।


চোখে ইনফেকশন হওয়া থেকে রক্ষা করে: অনেকেই তাদের চোখ স্মোকি আই অথবা কালারফুল শ্যাডো দিয়ে সাজায়। সাজানো চোখ ভালোভাবে পরিষ্কার না করলে চোখে ইনফেকশন হওয়ার সম্ভাবনা আছে। আর এ জন্য অবশ্যই রাতে ঘুমানোর আগে চোখের মেকআপ উঠিয়ে ফেলতে হবে। চোখের পাপড়িতে লাগানো মাসকারা বা আই শ্যাডোর কোনো অংশ যদি চোখে ঢুকে যায় তাহলে চোখে ইরিটেশন ফিল, চোখ লাল হওয়াসহ নানা ধরনের ইনফেকশন হতে পারে। তাই, চোখের মেকআপ তুলে ফেলার মানে হচ্ছে চোখকে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থেকে রক্ষা করা।
ডার্ক সার্কেল রুখে দেয়: চোখের জন্য যে আই মেকআপগুলো ব্যবহার করা হয়, সেটি চোখের ডার্কনেস বাড়ায়। রাতে ঘুমানোর আগে আই মেকআপ ভালোভাবে ক্লিন করলে ডার্ক সার্কেল হওয়ার সম্ভাবনা অনেকখানি কমে যায়।
দুর্বল আইল্যাশের সম্ভাবনা কমে যায়: অনেকেই চোখ সাজাতে মাসকারা ব্যবহার করে আর এতে কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা শুরু হয় যখন আপনি এই মাসকারা ভালো করে পরিষ্কার না করেই ঘুমের প্রস্তুতি নেন। এটি বারবার করলে ডিহাইড্রেশন বেড়ে যাবে যার কারণে চোখের হেয়ার ফলিকেল দুর্বল হয়ে যাবে। এর ফলে ধীরে ধীরে পাপড়ি দুর্বল হয়ে ভেঙে যাওয়া শুরু হয়। তাই রাতে ঘুমানোর আগে অবশ্যই মাসকারা উঠিয়ে ফেলতে হবে।


পরের দিনের রুটিন সহজ হয়: আগের রাতে যদি ভালোভাবে স্কিন কেয়ার করা হয়, তাহলে পরের দিনের বিউটি রুটিনের প্রসেস অনেক সহজ হয়। আপনি যখন ক্লিন স্কিন নিয়ে ঘুম থেকে উঠবেন, তখন দিনের শুরু থেকে ক্লেনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং, নতুন করে মেকআপের ব্যবহার ইত্যাদি স্কিন কেয়ারের কাজ করা সহজ হয়।
রাতে মেকআপ রিমুভের জন্য কিছু ভালো প্রোডাক্ট হচ্ছে:






লেখক: তানভীর