চুলের কেয়ার করুন SOME BY MI এর সাহায্যে

আমাদের ব্যস্ত জীবনে নিয়ম মাফিক চুলের যত্ন নেওয়া সহজ নয়। আর, অনেক হেয়ার কেয়ার জড়িত প্রোডাক্টগুলতেই কেমিক্যাল থেকে থাকে যা চুলের উপকারের বদলে চুলের অপকার বা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে যা কেউই চায় না। সেইজন্য অনেকেই চুলের যত্ন আর এর রিলেটেড প্রোডাক্টগুলো নিয়েই অনেকেই চিন্তায় থাকেন আর অনিশ্চয়তায় ভুগেন।

আপনি যদি নির্দিষ্ট বাজেটে চুলের সঠিক এবং রেগুলার কেয়ারের জন্য কিছু ভালো শ্যাম্পু, টনিক ইত্যাদি হেয়ার কেয়ার প্রোডাক্ট সম্পর্কে জানতে চান তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য। আজকের আর্টিকেলটিতে কথা বলবো পরিচিত কোরিয়ান ব্র্যান্ড Some By Mi এর তিনটি হেয়ার কেয়ার প্রোডাক্ট নিয়ে যা আপনার চুলের কেয়ারে অনেক অবদান রাখতে পারে।

নির্দিষ্ট বাজেটে চুলের রেগুলার কেয়ারের জন্য Some By Mi এর তিনটি হেয়ার কেয়ার প্রোডাক্ট:

SOME BY MI – Cica Peptide Anti Hair Loss Derma Scalp Shampoo

এই শ্যাম্পুটি যেই কমন কারণগুলোর জন্য হেয়ার লস বা চুল পরে, সেগুলোকে টার্গেট করে। এটি গঠন করা হয়েছে ১১ ধরনের পেপটাইড (Peptide) আর পি-এইচ-এ (PHA) দিয়ে যা ডেড স্কিন সেল, ইমপিউরিটি, পলুশন আর সিবাম দূর করে। এর মাধ্যমে আপনার স্কালপ ক্লিন, সুস্থ রাখবে যার ফলে চুল পরার লক্ষণগুলো দূর হয়ে যাবে। এই শ্যাম্পুর সেনটেলা এক্সট্রাক্ট (Centella Extract) আর মেনথল (Menthol) ফর্মুলা আপনার স্কালপ শান্ত আর কুল রাখে আর পেপটাইড (Peptide), বায়োটিন (Biotin), প্রোটিন (Protein) আপনার স্কালপ এবং হেয়ার ফলিকলকে নরিস আর শক্তিশালী করে।

এই শ্যাম্পুর মুল উপাদান

  • ১১ পেপটাইড কমপ্লেক্স (11 Peptide Complex)
  • ব্ল্যাক কমপ্লেক্স (Black Complex)
  • পিপারমিন্ট লিফ এক্সট্রাক্ট (Peppermint Leaf Extract)
  • বায়োটিন (Biotin)
  • সেনটেলা এশিয়াটিকা এক্সট্রাক্ট (Centella Asiatica Extract)

এর বিশেষত্ব কী?

  • হেয়ার লসের লক্ষণগুলো দূর করে।
  • এটির ১১ ধরনের পেপটাইড (Peptide) আপনার স্কালপকে সুস্থ রাখবে আর আপনার চুল সুন্দর এবং শক্ত করতে সাহায্য করবে।
  • এটির বায়োটিন (Biotin) উপাদান আপনার স্কালপ পরিপুষ্ট করে।
  • এটিতে সিকা (CICA) রয়েছে যা স্কালপকে শান্ত রাখে আর ক্ষতিগ্রস্থ স্কালপকে ভালো করার চেষ্টা করে।
  • এর মধ্যে মেনথল (Menthol) রয়েছে যার ফলে স্কালপ কুল থাকবে।
  • এর ঘন এবং সমৃদ্ধ ফোমের ফলে স্কালপ ইরিটেশন হবে না।
  • এর পি-এইচ-এ (PHA) ডেড স্কিন সেল,ইমপিউরিটি আর সিবাম শোষণ করে নেয় যার ফলে স্কালপের পরিবেশ সুস্থ থাকবে।

ব্যবহার করবেন যেভাবে

  • প্রথমে আপনার চুল আর স্কালপ অল্প গরম পানি দিয়ে ভিজিয়ে নিন।
  • পরে পরিমানমত শ্যাম্পু আপনার চুল আর স্কালপে মাখান আর কিছুক্ষনের জন্য ম্যাসাজ করুন।
  • এরপর অল্প গরম পানি দিয়ে পুরাপুরিভাবে ধুয়ে ফেলুন।

SOME BY MI – Cica Peptide Anti Hair Loss Derma Scalp Tonic

এটি একটি স্প্রে টনিক (Spray Tonic) যাতে ১১ ধরনের পেপটাইড (Peptide) যা প্রোটিন দিয়ে চুলকে নরিস করে, স্কালপে পুষ্টি দেয় আর স্কালপের অয়েল-ময়েশ্চার ব্যালেন্স ঠিক রাখে যাতে সিবামের লেভেল ঠিক থাকে। পেপটাইড শুধু স্কালপকে শক্তিশালী করে না, এটা হেয়ার ফলিকল সুস্থ রাখতেও সাহায্য করবে। এই টনিকের ফর্মুলায় রয়েছে বায়োটিন (Biotin) আর ব্ল্যাক কমপ্লেক্স (Black Complex) যা হচ্ছে ফল, মটরশুটি আর চালের সংমিশ্রণ যেটা স্কালপের পরিবেশ সুস্থ রাখবে। আর এই আরেকটি অন্যতম উপাদান সেনটেলা এশিয়াটিকা স্কালপকে শীতল অর শান্ত রাখবে।

এই টনিকের মুল উপাদান

  • ১১ পেপটাইড কমপ্লেক্স (11 Peptide Complex)
  • ব্ল্যাক কমপ্লেক্স (Black Complex)
  • বায়োটিন (Biotin)
  • সেনটেলা এশিয়াটিকা এক্সট্রাক্ট (Centella Asiatica Extract)

এর বিশেষত্ব কী?

  • হেয়ার লসের লক্ষণগুলো দূর করে।
  • এই শ্যাম্পুটিতে ২০ টি উপাদান রয়েছে যা একদমই ঝামেলাহীন আর এগুলোতে স্কালপ ইরিটেশন টেস্ট করা হয়েছে।
  • এটিতে উচ্চ মাত্রার সিকা (CICA) রয়েছে যা স্কালপের দুর্বলতা করে।
  • এটির ১১ ধরনের পেপটাইড (Peptide) আপনার স্কালপকে সুস্থ রাখবে আর আপনার চুল সুন্দর এবং শক্ত করতে সাহায্য করবে।
  • এটিতে ব্ল্যাক কমপ্লেক্স (Black Complex) রয়েছে যা হেলথি স্কালপ তৈরি করতে সাহায্য করবে।
  • এটির বায়োটিন (Biotin) উপাদান আপনার স্কালপ পরিপুষ্ট করে আর চুলকে নমনীয় করে।

ব্যবহার করবেন যেভাবে

  • ব্যবহারের পূর্বে ভালভাবে ঝাঁকিয়ে নিন।
  • চুল ভাগ করে স্কালপে টনিক স্প্রে করুন।  
  • এরপর স্কালপ ম্যাসাজ করুন।

SOME BY MI Cica Peptide Anti Hair Loss Derma Scalp Treatment

এই অ্যান্টি-হেয়ার-লস স্কালপ ট্রিটমেন্ট দিয়ে আপনি চুল নমনীয় করতে পারবেন আর জটহীন চুল পাবেন মাত্র তিন মিনিটের মধ্যে! এর মধ্যে রয়েছে সিকা (CICA), পেপটাইড (Peptide) এবং ব্ল্যাক কমপ্লেক্স (Black Complex) যা স্কালপ নরিশ করবে আর হেয়ার লস দূর করবে। এটি ফর্মুলেট হয়েছে সিলিকন (Silicone) আর সালফেট (Sulfate) ছাড়া যা নিরাপত্তা নিশ্চিত করে।

এই টনিকের মুল উপাদান

  • সিকা (CICA)
  • পেপটাইড (Peptide)
  • ব্ল্যাক কমপ্লেক্স (Black Complex)

এর বিশেষত্ব কী?

  • হেয়ার লসের লক্ষণগুলো দূর করে।
  • এর মধ্যে সিলিকন (Silicone) আর সালফেট (Sulfate) নেই, তাই এটি ব্যবহারে আপনার কোন স্কিন সমস্যা বা পোর ক্লগিং ইস্যু (Pore Clogging Issue) হবে না।
  • এটি গঠিত হয়েছে সিকা (CICA), পেপটাইড (Peptide) আর ব্ল্যাক কমপ্লেক্স (Black Complex) দিয়ে যা চুল পরিপুষ্ট করে, স্কালপ আর চুলের গোড়া শক্ত করে আর হেয়ার লস থেকে দূরে রাখে।
  • এটি চুলে এবং চুলের গোড়ায় প্রচুর পরিমাণে আদ্রতা আর পুষ্টি জোগান দেয় যা চুলকে উজ্জ্বল করে কোন জটলা ছাড়া।

ব্যবহার করবেন যেভাবে

  • প্রথমে আপনার চুল আর স্কালপ অল্প গরম পানি দিয়ে ভিজিয়ে নিন।
  • পরে পরিমানমত আপনার চুল আর স্কালপে মাখান আর কিছুক্ষনের জন্য ম্যাসাজ করুন।
  • এরপর অল্প গরম পানি দিয়ে পুরাপুরিভাবে ধুয়ে ফেলুন।

লেখক: তানভীর

Leave a Reply