সেন্টেলা এশিয়াটিকা কিভাবে স্কিনকে রিপেয়ার করে এবং একনি কিওরে সাহায্য করে?
বর্তমান কোরিয়ান স্কিন কেয়ার ওয়ার্ল্ডের সম্পর্কে যদি জেনে থাকেন, তাহলে আপনি স্কিন কেয়ারে “সেন্টেলা এশিয়াটিকা (Centella asiatica)” নামটি শুনে থাকবেন। সেন্টেলা এশিয়াটিকা মুলত আয়ুর্বেদিক মেডিসিন, ট্রেডিশনাল আফ্রিকান আর চাইনিজ মেডিসিনে ব্যবহার করা হয়। এটি অনেকেই বার্ন বা কেটে যাওয়া ট্রিট করার কাজে ব্যবহার করে থাকেন। কিন্তু বর্তমানে অনেক স্কিন কেয়ার ব্র্যান্ড তাদের অনেক স্কিন কেয়ার প্রোডাক্টে সেন্টেলা এশিয়াটিকা উপাদানটি থাকে এবং একনে দূর করার জন্য অনেকে এটি সাজেষ্ট করে থাকেন। এখন অনেকেরই মনে হতে পারে যে, এই সেন্টেলা এশিয়াটিকা উপাদানটি কেন এতো জনপ্রিয় বা স্কিন কেয়ারে বা একনে দূর করতে সেন্টেলা এশিয়াটিকা কিভাবে সাহায্য করে থাকে?