সেন্টেলা এশিয়াটিকা কিভাবে স্কিনকে রিপেয়ার করে এবং একনি কিওরে সাহায্য করে?

বর্তমান কোরিয়ান স্কিন কেয়ার ওয়ার্ল্ডের সম্পর্কে যদি জেনে থাকেন, তাহলে আপনি স্কিন কেয়ারে “সেন্টেলা এশিয়াটিকা (Centella Asiatica)” নামটি শুনে থাকবেন।

সেন্টেলা এশিয়াটিকা মুলত আয়ুর্বেদিক মেডিসিন, ট্রেডিশনাল আফ্রিকান আর চাইনিজ মেডিসিনে ব্যবহার করা হয়। এটি অনেকেই বার্ন বা কেটে যাওয়া ট্রিট করার কাজে ব্যবহার করে থাকেন। কিন্তু বর্তমানে অনেক স্কিন কেয়ার ব্র্যান্ড তাদের অনেক স্কিন কেয়ার প্রোডাক্টে সেন্টেলা এশিয়াটিকা উপাদানটি থাকে এবং একনে দূর করার জন্য অনেকে এটি সাজেষ্ট করে থাকেন। এখন অনেকেরই মনে হতে পারে যে, এই সেন্টেলা এশিয়াটিকা উপাদানটি কেন এতো জনপ্রিয় বা স্কিন কেয়ারে বা একনে দূর করতে সেন্টেলা এশিয়াটিকা কিভাবে সাহায্য করে থাকে?

 আজকের এই আর্টিকেলটিতে এই প্রশ্নের উত্তরগুলো আপনাদের জানাবো।

সেন্টেলা এশিয়াটিকা কি?

সেন্টেলা এশিয়াটিকা (Centella Asiatica) এর অন্য নামগুল হচ্ছে: সিকা (Cica), ব্রাহ্মী (Brahmi), ইন্ডিয়ান পেনিওয়ার্ট (Indian Pennywort), গোটু কোলা (Gotu Kola), টাইগার গ্রাস (Tiger Grass)। এটি একটি এন্টিঅক্সিডেন্ট ভরপুর মেডিকাল হারব (medicinal herb) যা অনেকদিন ধরেই অসুস্থতা আর ক্ষত দূর করার কাজে আসে।

অনেকের ধারণা, বাঘ আঘাত পেলে সেই সেই আঘাতের ব্যাথা দূর করার জন্য এই পাতার উপর গড়াগড়ি করে আর এর জন্যই সেন্টেলা এশিয়াটিকাকে “টাইগার গ্রাস (Tiger Grass)” উপাধি দেওয়া হয়। কিন্তু এখন সেন্টেলা এশিয়াটিকা স্কিন কেয়ারেও ব্যবহার হচ্ছে। স্কিন এক্সপার্টদের মতে, সেন্টেলা এশিয়াটিকায় হাই লেভেলের এমিনো এসিড (Amino Acid), বেটা-ক্যারোটিন (Beta-Carotene) আর ফ্যাটি এসিড (Fatty Acid) আছে যা স্কিনের অনেক উপকার করে থাকে।

স্কিনে সেন্টেলা এশিয়াটিকার উপকারিতা

এন্টি-এজিং

রিসার্চ থেকে জানা যায় যে, সেন্টেলা এশিয়াটিকার কোলাজেন (Collagen) বৃদ্ধি করার ক্ষমতার ফলে এর মধ্যে এন্টি-এজিং এবিলিটি রয়েছে আর এছাড়াও এটি “ফটো-এজিং স্কিন (Photoageing Skin)”-এর ট্রিটমেন্টেও কাজে আসে। এর মাধ্যমে ত্বককে তারুন্নতা প্রদান করে।

সুথিং

সেন্টেলা এশিয়াটিকা এক্সট্রাক্ট স্কিনের ব্যারিয়ার ঠিক করতে পারে যার ফলে স্কিনের ইরিটেশন কমিয়ে আনতে অবদান রাখবে। এর সুথিং আর হিলিং এবিলিটির মাধ্যমে ইচি ভাব থেকেও স্কিনকে রক্ষা করে। এই সকল কারনেই সেনসিটিভ আর একনিয়েক স্কিন (Acneic Skin)-এর জন্য যে সকল স্কিন কেয়ার প্রোডাক্ট পাওয়া যায় তার মধ্যে সেন্টেলা এশিয়াটিকা থাকে।

কোলাজেন বৃদ্ধি করে

বিভিন্ন স্টাডি থেকে জানা যায় যে, সেন্টেলা এশিয়াটিকা পোড়া ক্ষততে কোলাজেন সিনথেসিস (Collagen Synthesis) আর এন্টি-ব্যাকটেরিয়াল ইফেক্ট (Antibacterial Effect) দিয়ে থাকে।

এন্টি-ইনফ্লামেটরি এবং এন্টিঅক্সিডেন্ট

ন্যাচারাল ফ্ল্যাভোনয়েড (Natural Flavonoid) আর ফেনোলিক কম্পাউন্ড (Phenolic Compound)-এর ফলে সেন্টেলা এশিয়াটিকার মধ্যে অনেক পাওয়ারফুল এন্টিঅক্সিডেন্ট একটিভিটি রয়েছে যা কিনা পলুসন, স্ট্রেস আর সূর্যরশ্মি থেকে স্কিনকে রক্ষা করার ডিফেন্স আরও শক্তিশালী করে।

লালচে ভাব কমায়

সেন্টেলা এশিয়াটিকা এক্সট্রাক্ট স্কিনের হাইড্রেশন লক করে আর পিএইচ লেভেল কমিয়ে আনার মাধ্যমে স্কিনে থাকা লালচে ভাব কমিয়ে আনে।

সেন্টেলা এশিয়াটিকা কিভাবে একনে কিওর করতে সাহায্য করে?

বর্তমানের অনেক স্কিন কেয়ার এক্সপার্টরা ধারণা করে যে সেন্টেলা এশিয়াটিকার মধ্যে থাকা গুণাবলীর জন্য এটিকে স্কিনের একনে ট্রিট করার একটি অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহার করা যায়।

রিসার্চাররা বলেন, অয়েলিনেস (Oiliness), ব্যাকটেরিয়া (Bacteria) আর ইনফ্লামেশন (Inflammation) হচ্ছে একনের মুল কারণ আর সেন্টেলা এশিয়াটিকা এই ৩টা জিনিস টার্গেট করে একনে ট্রিট করে। আর একটু আগেই যেমন বলেছি, একনে ট্রিট করা ছাড়াও সেন্টেলা এশিয়াটিকা স্কিনের এজিং প্রসেসও কমিয়ে আনতে অনেক বড় অবদান রাখবে।

চলুন দেখে নেই কিছু পরিচিত ব্র্যান্ডের স্কিন কেয়ার প্রোডাক্ট যার মধ্যে সেন্টেলা এশিয়াটিকা রয়েছে:

লেখক: তানভীর

Leave a Reply