

হাইড্রেটেড স্কিন পাওয়ার জন্য যে স্কিন কেয়ার ইনগ্রেডিয়েন্টগুলোর যে ইনগ্রেডিয়েন্টটি আপনাকে সবচেয়ে বেশি দ্রুত ফলাফল দিবে তা হচ্ছে “হায়ালুরোনিক এসিড (Hyaluronic Acid)” ।
বর্তমানের অনেক সিরাম, ক্লেনজার, ময়শ্চারাইজার এবং অন্যান্য স্কিন কেয়ার প্রোডাক্টেই এই ইনগ্রেডিয়েন্টটি ‘একটিভ ইনগ্রেডিয়েন্ট’ হিসেবে পাবেন। এটির সর্বজনীন সফলতা পাওয়ার কারণ হচ্ছে এটি শুধু স্কিনকে ভালভাবে ময়শ্চারাইজডই করে না, হায়ালুরোনিক এসিড স্কিনের বয়স বা এজ কমায়, স্কিনকে প্লাম্প আর হাইড্রেট করে, আর স্কিন প্লাম্প আর হাইড্রেটেড হলে স্কিনের ফাইন লাইন আর রিঙ্কেলস অনেক কম দেখা যাবে।
এখন তাহলে আমরা বিস্তারিত জেনে নেই হায়ালুরোনিক এসিড কি এবং ত্বকের যত্নে এর গুরুত্ব কতটুকু।
হায়ালুরোনিক এসিড কি
“হায়ালুরোনিক এসিড (Hyaluronic Acid)” বা সংক্ষেপে এইচ-এ (HA), একটি ন্যাচারাল বা প্রাক্রিতিকভাবে গঠিত গ্লাইকোসামিনোগ্লাইকান (Glycosaminoglycan) যা দেহের কানেক্টিভ টিস্যু (Connective Tissue)-এর ভিতরে পাওয়া যায়। গ্লাইকোসামিনোগ্লাইকান হচ্ছে দীর্ঘ শাখাবিহীন কার্বোহাইড্রেট (Carbohydrates) অথবা সুগার যা পলিস্যাকারাইড (Polysaccharide) হিসেবে পরিচিত।
হায়ালুরোনিক এসিড হচ্ছে স্কিনের গঠন বা স্ট্রাকচারের জন্য গুরুত্বপূর্ণ উপাদান এবং এটি স্কিনের প্লাম্প আর হাইড্রেটেড লুকের মুল চাবিকাঠি।
হায়ালুরোনিক এসিডের প্রকারভেদ
হায়ালুরোনিক এসিড তিন ধরনের হতে পারে:
হাইড্রোলাইজড হায়ালুরোনিক এসিড (Hydrolyzed Hyaluronic Acid)
হাইড্রোলাইজড হায়ালুরোনিক এসিড হচ্ছে সেই ধরনের হায়ালুরোনিক এসিড যা ছোট এলেমেন্টে বিভক্ত করা হয়েছে যা সহজে স্কিন পেনেট্রেট করতে পারে। যদিও এটি ময়শ্চারাইজিং, কিন্তু অভার- ময়শ্চারাইজিং নয় তাই যাদের স্কিন অয়েলি বা কম্বিনেশন তাদের জন্য হাইড্রোলাইজড হায়ালুরোনিক এসিড বেশি কার্যকরী।
সোডিয়াম হায়ালুরোনেট (Sodium Hyaluronate)
সোডিয়াম হায়ালুরোনেট স্কিনের অনেক গভীরে যায় আর অনেক ভালো ফলাফল দিয়ে থাকে, কিন্তু এর ইফেক্ট অনেক লং-লাস্টিং নয়। বিশেষজ্ঞদের মতে, সোডিয়াম হায়ালুরোনেট যাদের স্কিন নরমাল তাদের জন্য বেস্ট সুটেড, কারণ এটি স্কিনে ময়শ্চার আনবে তবে এই সকল স্কিনে কোন হেভি-ডিউটি বা লং-লাস্টিং ইফেক্ট লাগবে না। সোডিয়াম হায়ালুরোনেট বেশিরভাগ সময় সিরামে পাওয়া যায়।
সোডিয়াম অ্যাসিটাইলেটেড হায়ালুরোনেট (Sodium Acetylated Hyaluronate)
সোডিয়াম অ্যাসিটাইলেটেড হায়ালুরোনেটের মধ্যে সোডিয়াম হায়ালুরোনেটের উপকারিতা রয়েছে তবে এর ফলাফল লং-লাস্টিং। এটি তাদের জন্য উপকারি যাদের: স্কিনে ময়শ্চার প্রয়োজন, ড্রাই স্কিন, ড্রাই আবহাওায় বসবাস করেন বা যারা ড্রাই শীতকালীন মাসগুলোর জন্য স্কিন কেয়ার প্রোডাক্ট খুজছেন।


ত্বকের যত্নে হায়ালুরোনিক এসিডের গুরুত্ব
স্কিনকে সুন্দর এবং হাইড্রেটেড
হায়ালুরোনিক এসিডকে আপনি স্কিনের খাওয়ার পানি বা ড্রিংকিং ওয়াটার-এর সাথে তুলনা করতে পারেন। এটি পানিতে ১,০০০ গুন মলেকুলার ওয়েট (molecular weight) ধারন করতে পারে। হায়ালুরোনিক এসিড স্কিনকে সহজে পেনেট্রেট করে স্কিন সেলে পানি সরবরাহ করে যার ফলে ত্বকের স্কল লেয়ারকে সুন্দর এবং হাইড্রেটেড করে।
ময়শ্চারাইজিং
যখন একটি স্কিন কেয়ার প্রোডাক্ট স্কিনের ট্রান্সপিডার্মাল ওয়াটার লস (transepidermal water loss) আটকে দেয়, তার মানে হচ্ছে এটি স্কিনের সারফেসের পানি ধরে রেখে স্কিনকে হাইড্রেটেড রাখে। হায়ালুরোনিক এসিড স্কিনের পানি কমে যাওয়া কমিয়ে দিয়ে স্কিনকে ময়শ্চারাইজড রাখে।
লিপিড ব্যরিয়ার বৃদ্ধি করে
হায়ালুরোনিক এসিড স্কিনের ন্যাচারাল ব্যরিয়ারকে আরও শক্তিশালী করে যা কিনা স্কিনের ময়শ্চার ধরে রাখে যা হাইড্রেটিং ইফেক্ট আরও বাড়িয়ে দেয়। সময়ের সাথে সাথে এটি লিপিড ব্যরিয়ারের ক্ষয় কমিয়ে আনে আর একে প্রটেক্ট করে আর আগের চেয়ে শক্তিশালী করে।
স্কিনের সহনশীলতা বাড়ায়
যখন স্কিনের লিপিড ব্যরিয়ার হায়ালুরোনিক এসিডের মাধ্যমে শক্তিশালী আর সুরক্ষিত হয়, স্কিন তখন নিজেকে প্রাকৃতিক এজ-ফ্যাক্টর আর পলুসন থেকে রক্ষা করতে পারবে। স্কিন যখন এই টক্সিনগুলোর থেকে দূরে থাকবে, স্কিনে তখন রিঙ্কেলস কমে যাবে আর স্কিন হবে আরও উজ্জ্বল।
স্কিন টোন আরও শক্ত হবে
যদিও হায়ালুরোনিক এসিড আপনার ত্বকের এলাষ্টেন রিপ্লেস করবে না, তবে এটি আপনার স্কিনের টাইটনেস আরও উন্নত করবে। হায়ালুরোনিক এসিড স্কিনের ময়শ্চার বাড়াবে এবং সেই সাথে স্কিনের কমপ্লেকশন আরও শক্ত করবে আর এর ফলে স্কিন দেখাবে যৌবনদীপ্ত বা ইয়ুথফুল।
স্কিনের টেক্সচার স্মুথ করবে
হায়ালুরোনিক এসিড যেভাবে স্কিনের লুক টাইটার করে, একই ভাবে হায়ালুরোনিক এসিড স্কিনের টেক্সচারও মসৃণ বা স্মুথ করবে। এর ফলে স্কিন রেশমী আর মসৃণ দেখাবে যা আপনি নিজেই দেখতে পারবেন আর অনুভব করতে পারবেন।
ক্ষত দূর করতে পারবে
ইফেকটিভ হাইড্রেটর হওয়া ছাড়াও বিভিন্ন রিসার্চ থেকে জানা যায় যে হায়ালুরোনিক এসিড স্কিনের ক্ষত বা উন্ড দূর করতেও সাহায্য করতে পারবে।
কিছু হায়ালুরোনিক এসিড সমৃদ্ধ স্কিন কেয়ার প্রোডাক্ট হচ্ছে:
-
PURITO Pure Hyaluronic Acid 90 Serum (60ml)1,700.00৳
-
ISNTREE Hyaluronic Acid Deep Moisture Water Mask (25G X 1Ea)3,000.00৳
-
ISNTREE Hyaluronic Acid Airy Sun Stick (22g)1,700.00৳
-
Neutrogena Hydro Boost Hyaluronic Acid Serum (30ml)2,250.00৳
-
Neutrogena Hydro Boost Water Gel with Hyaluronic Acid (48g)1,325.00৳
-
COSRX Hyaluronic Acid Hydra Power Essence (100ml)1,700.00৳
লেখক: তানভীর