

যদি বর্তমান কোরিয়ান স্কিন বা বিউটি প্রোডাক্ট ওয়ার্ল্ড ফলো করেন, তাহলে আপনারা একটি ইনগ্রেডিয়েন্ট সম্পর্কে শুনে থাকবেন আর তা হচ্ছে “মগওয়ার্ট (Mugwort)” আর এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। এখন অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে যে মগওয়ার্ট কি এবং আর স্কিন কেয়ারে কিভাবে এই উপাদান সাহায্য করবে?
আজকের এই আর্টিকেলটিতে আপনাদের জানাবো মগওয়ার্ট সম্পর্কে আর স্কিন কেয়ারে মগওয়ার্ট কেন অনেক উপকারি।
মগওয়ার্ট কি?
মগওয়ার্ট হচ্ছে একধরনের গাছ যা আর্টেমিসিয়া (Artemisia) আর কোরিয়ান ভাষায় সুক (Ssuk) নামেও পরিচিত আর কোরিয়াতে আদিকাল থেকে মেডিসিন আর ত্বকের পরিচর্যায় ব্যবহার করে যাচ্ছে। এটি একটি নিরাময় ঔষধি হিসেবে পরিচিত কারণ এর মধ্যে এন্টি-ব্যাকটেরিয়াল (Anti-bacterial) এবং এন্টি-ফাঙ্গাল (Anti-fungal) রয়েছে, যার জন্য এটি কোরিয়ার খাবার, ঔষধ এবং কোরিয়ান বাথ-হাউজগুলোর হারবাল বাথেও ব্যবহার করা হয়।
মগওয়ার্ট স্কিন কেয়ারে পপুলার হওয়ার কারণ হচ্ছে এটি রেডনেস (Redness), সেনসিটিভিটি (Sensitivity) আর ড্রাইনেস (Dryness) টার্গেট করে যা অনেকেই ফেস করে বর্তমানের অতিরিক্ত পরিবেশ দূষণের কারনে।
স্কিন কেয়ারে মগওয়ার্ট-এর উপকারিতা
প্রদাহ দূর করে: বিভিন্ন রিসার্চ থেকে জানা যায় যে মগওয়ার্ট স্কিনের ইনফ্লামেসন বা প্রদাহ অনেক ভালভাবে দূর করতে পারে। যদি আপনি আপনার ত্বকে সংবেদনশীলতা ফিল করেন আর ত্বক লালচে দেখায় তাহলে মগওয়ার্ট আপনার এই সমস্যা গুলোর অন্যতম সমাধান!
এন্টি-ব্যাকটেরিয়াল একনে দূর করে: অনেক স্কিন স্পেশালিষ্টের মতে মগওয়ার্ট স্কিন থেকে ব্যাকটেরিয়া অনেক জেন্টলি দূর করে। মগওয়ার্ট টি ট্রি অয়েলের মতো হলেও এর কার্যকারিতা টি ট্রি অয়েলের চেয়ে বেটার।
এন্টি-ইরিটেশন: সেনসিটিভ স্কিনকে সুথিং করার পাশাপাশি মগওয়ার্ট স্কিন থেকে ইরিটেশনও দূর করে।
ময়শচেরাইজিং: মগওয়ার্টে অনেক পরিমাণে ভিটামিন ই থাকে যা ড্রাই বা ডিহাইড্রেটেড স্কিনকে সতেজ আর নরিস করে। রেগুলার মগওয়ার্ট ভরপুর প্রোডাক্ট ব্যবহার করলে আপনার স্কিনের ড্রাইনেস আর ফ্লেকিনেস চলে যাবে।
স্কিন উজ্জ্বল করে: মগওয়ার্টের ময়শচেরাইজিং এবিলিটি আর ত্বকের লালচেভাব দূর করার ফলে স্কিন অনেক উজ্জ্বল আর সুন্দর করে।


কাদের জন্য মগওয়ার্ট বেশি কার্যকরী
স্কিন স্পেশালিষ্টদের মতে, মগওয়ার্ট একনে-প্রন (acne-prone), সেনসিটিভ (Sensitive), রোজেশিয়া (rosacea), একজিমা (eczema), এটপিক ডেরমাটাইটিস (atopic dermatitis), সোরিয়াসিস (psoriasis) স্কিনে অনেক ভালো কাজ করবে।
কিছু মগওয়ার্ট সমৃদ্ধ স্কিন কেয়ার প্রোডাক্ট






লেখক: তানভীর