

আমরা অনেকেই হয়তো শামুক বা স্নেল (Snail) সম্পর্কে তেমন ভাবি না বা তেমন চিন্তা করি না কারণ এটি একটি সাধারণ প্রাণী যা আমরা বর্ষাকালে দেখতে পাই। কিন্তু আমি যদি বলে যে এই স্নেল স্কিন কেয়ারে এখন একটি বড় ট্রেন্ড, আপনারা কি এই কথা বিশ্বাস করবেন? অবিশ্বাস্য হলেও স্নেলের স্লাইম (Slime) বা মিউসিন (Mucin) এর মাধ্যমে আপনার স্কিন ফ্রেস এবং তারুণ্য ভরপুর হতে পারে!
আজকের আর্টিকেলটিতে কথা বলবো স্কিন কেয়ারে স্নেল এখন কেন জনপ্রিয়।
স্নেল স্কিন কেয়ার কি?
স্নেল এপিথেলীয় সিলিয়া দ্বারা আবৃত পেশল পায়ের সাহায্যে পিছলে চলে আর এই পা মিউসিনের সাহায্যে পিচ্ছিল হয়ে থাকে। এই মিউসিন শুধু চলাচলের জন্যই নয়, এর মাধ্যমে স্নেলরা তাদের স্কিন মশ্চারাইজড রাখে, তাদের স্কিনকে রক্ষা করে আর সাথে রিপেয়ারও করে থাকে।
ঠিক একই ভাবে স্নেলের মিউসিন মানুষের ত্বককেও মশ্চারাইজড রাখতে পারে, স্কিনকে রক্ষা আর রিপেয়ারও করতে পারে!
আর এটাই হচ্ছে স্নেল স্কিন কেয়ার।
স্কিনে স্নেল মিউসিনের উপকারিতা
অনেকেরই প্রশ্ন আসবে যে, কেন স্নেলের পা থেকে আসা মিউসিন স্কিনে ব্যবহার করবো?
উপরেই আমি কিছু উপকারিতার কথা মেনশন করেছি আর এখানে এখন এর ব্যাপারে বিস্তারিত আলোচনা করবো।
এটি স্কিনের জন্য অনেক মশ্চারাইজিং
স্নেল মিউসিন দিয়ে তারা তাদের পা মশ্চারাইজড করে নেয় আর তার মাধ্যমে তারা চলাচল করতে পারে। এই মিউসিন মানুষের স্কিনেও এরকম ইফেক্ট রাখতে পারে!
এটি স্কিনে ন্যাচারাল ব্যারিয়ার তৈরি করে যার ফলে পলুসন, ধুলা-বালি বা অন্য ক্ষতিকারক প্রাকৃতিক উপাদান থেকে স্কিন সুরক্ষা পায়।
এটি রিঙ্কেলস দূর করে
একটু আগে বলেছিলাম যে মিউসিন স্নেলের স্কিনকে রিপেয়ার করতে পারে। এটি একইভাবে মানুষের স্কিনকেও রিপেয়ার করতে পারে!
স্নেলের মিউসিনে এমন কিছু উপাদান বা ইনগ্রেডিয়েন্ট আছে যা নতুন স্কিন সেল আর কোলাজেন (Collagen) গ্রো করতে পারে। এটি স্কিনের লাইনগুলো স্মুথ করবে আর এর ফলে আপনার স্কিন দেখাবে ইয়াং।
এটি স্কিনে ভিটামিন আর মিনারেল নিয়ে আসবে
অলমোস্ট সবাই আমরা স্কিনের জন্য ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট পছন্দ করি যা স্কিনকে বুষ্ট দেয় আর একই সাথে স্কিনকে করে সুন্দর। স্নেল স্কিন কেয়ারের মাধ্যমে স্কিন পাবে: ভিটামিন এ আর ই যা স্কিনকে অ্যান্টিঅক্সিডেন্ট দিবে, জিঙ্ক (Zinc) যা স্কিনের প্রদাহ কমাবে আর ম্যাঙ্গানিজ (Manganese) যা স্কিনকে রিপেয়ার করবে।
এটি অনেক সুথিং
আগের পয়েন্টে বলেছিলাম স্নেল মিউসিনে থাকা জিঙ্ক (Zinc) এর কথা যা স্কিনের প্রদাহ বা জ্বালা কমাবে। এর মানে দাঁড়াচ্ছে যে এর মাধ্যমে আপনি আপনার স্কিনে অনেক শীতলতা বা কুলনেস অনুভব করবেন। স্নেল স্কিন কেয়ার মুলত তাদের জন্য যাদের স্কিন ড্রাই আর স্নেল স্কিন কেয়ার দ্বারা স্কিনের ইরিটেসন জনিত সমস্যা দূর করবে।


স্কিনে স্নেল মিউসিনের সঠিক ব্যবহারের উপায়
গুড নিউজ হচ্ছে স্কিনে স্নেল মিউসিনের সঠিক ব্যবহারের উপায় অত কঠিন কোন কাজ না বরং এটির প্রসেস অনেক সহজ। এতই সহজ যে স্কিনে স্নেল মিউসিন দেওয়ার পর আপনার কিছু করতে হবে না, স্নেল মিউসিনে থাকা উপাদানগুলো নিজে থেকেই কাজ শুরু করে দিবে!
আপনার মুলত যা করতে হবে তা হচ্ছে এমন রাতের ক্রিম বা নাইট ক্রিম ব্যবহার করবেন যাতে স্নেল মিউসিন রয়েছে। ঘুমের সময়ে আমাদের বডি নিজেকে রিপেয়ার করে আর এই সময়টিতে মশ্চারাইজিং স্নেল মিউসিন স্কিনের রিপেয়ারেও অবদান রাখবে। ক্লিন আপ, টোনার আর সিরাম দেওয়ার পর শেষ স্টেপ হচ্ছে মুখে নাইট ক্রিম দেওয়া। স্নেল মিউসিন সমৃদ্ধ নাইট ক্রিম মুখে মাখিয়ে ঘুমালে সকালে উঠে পাবেন একটি নতুন স্কিন!
এছাড়াও, এটি ব্যবহারের কোন লিমিটেশন নেই। দিনে একবার ব্যবহার করলেই যথেষ্ট কিন্তু তারপরেও যদি আপনি ঘুম থেকে উঠে সকালে উঠে ব্যবহার করেন, কোন ক্ষতি হবে না।
কিছু স্নেল স্কিন কেয়ার প্রোডাক্ট:
-
SECRET KEY Snail Repairing Foam Cleanser (100ml)1,100.00৳
-
SECRET KEY Snail Repairing Toner (150ml)1,500.00৳
-
SECRET KEY Snail Repairing Cream (50g)1,500.00৳
লেখক: তানভীর